আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করতে লিফলেট হাতে গণসংযোগ শুরু করেছেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ (রামগতিও কমলনগর) সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী। মঙ্গলবার(১৮ ডিসেম্বর) তিনি গণসংযোগ করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে। এ দিন দুপুর থেকে রাত পর্যন্ত তিনি নির্বাচনী এলাকার তোরাবগঞ্জ, হাজিরহাট, জমিদারহাট, রামগতি বাজার এবং আলেকজান্ডার বাজারে লিফলেট বিতরণসহ পথ সভায় বক্তৃতা করেন। বক্তৃতাকালে তিনি আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে জনগণের আহবান জানান।
এ সময় নেতৃর সাথে আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৪ আসনের মহাজোট প্রার্থী মেজর (অব) আবদুল মান্নান, জেলা আওয়ামলীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোঃ আবু তাহের, আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এডভোকেট ড. বদরুল হাসান কচিঁ, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহ আশরাফ আহমেদ রাজন, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব প্রমুখ।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে আওয়ামলীলীগ থেকে ফরিদুন্নাহার লাইলীসহ মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান সংসদ সদস্য আবদুল্লাহ কিন্তু মহাজোট থেকে এ আসনে মনোনয়ন পান বিকল্পধারা মেজর অব: আবদুল মান্নান।
0Share