মেঘনার অব্যাহত ভাঙ্গন থেকে লক্ষ্মীপুরের কমলনগর-রামগতি উপজেলা রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭জুন), জুমার নামাজ শেষে কমলনগর উপজেলার চর লরেঞ্চ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ নামের একটি সামাজিক সংগঠন।
মিছিলটি চর লরেঞ্চ ঈদগাহ মাঠ থেকে শুরু করে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে লরেঞ্চ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেন সহস্রাধিক মানুষ। বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে সমাবেশে বক্তব্য রাখেন, কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহবায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পলোয়ান, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: হোসেন আহমেদ, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী ফখরুল আলম নাহিদ, স্কুল শিক্ষক মোঃ আবুল কাশেম, ব্যাংকার নুর মোহাম্মদসহ অনেকে।
এসময় বক্তারা সরকারের নিকট দ্রুত নদী বাঁধসহ বর্ষার আগে অতি ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ দ্বারা ডাম্পিং করে ভাঙন এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনার দাবি জানান।
অন্যদিকে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের সূত্রে জানা যায়, এ সংগঠন ঈদুল ফিতরের পর থেকে তিন দিন ব্যাপী বিক্ষোভ কমসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে আরো ছিল শুক্রবার বিকেলে লুধুয়া বাজার এবং সন্ধ্যায় পাটোওয়ারীরহাটে একই দাবিতে বিক্ষোভ মিছিল।
পরের দিন ৮ জুন শনিবার সকালে রামগতি উপজেলার ৩টি গুরুত্বপূর্ন বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন।
অন্যদিকে এর আগে মার্চ মাসে এ সংগঠনটি মেঘনার তীরে কয়েক কিলোমিটার ব্যাপী দীর্ঘ মানববন্ধনের আয়োজন করে।
0Share