মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গন কবলিত লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার ৩২ কিমি এলাকা নৌ-পথে সরেজমিন পরিদর্শন করেছেন বিকল্পধারা বাংলাদেশ এর মহাসচিব ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান। শুক্রবার (১৬ আগস্ট) সকালে কমলনগর উপজেলার মতিরহাট থেকে তিনি স্পীড বোর্ড যোগে যাত্রা শুরু করে রামগতি উপজেলার চর আলেকজান্ডার এলাকায় গিয়ে তার পরিদর্শন শেষ করেন।
পরিদর্শনের সময় ভয়াবহ ভাঙ্গন কবলিত মেঘনাপাড়ের অন্তত ২০টি পয়েন্টে হাজার হাজার নারী,পুরুষ,বৃদ্ধ এবং শিশুসহ স্থানীয় জনতা লাল পতাকা নেড়ে ও ভাঙ্গন থেকে বাঁচানোর শ্লোগান দিয়ে সাংসদকে স্বাগত জানান। এসময় সাংসদ ও প্রতিটি পয়েন্টে গিয়ে স্থানীয় জনগণের কষ্ট আর দুঃখের কথা শুনে দ্রুত নদী বাঁধের আশ্বাস দেন। বিভিন্ন স্থানের ভাঙ্গনের ভয়াবতা দেখে সাংসদ নিজেও আবেগে আপ্লুত হয়ে পড়েন।
পরিদর্শনের সময় তার সঙ্গি ছিলেন,কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমতিয়াজ হোসেন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এড.নুরুল আমিন রাজু, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. মুসা এবং এমপি পুত্র তাসফিক মান্নান সহ প্রমুখ।
একই সময়ে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, কমলনগর-রামগতি বাচাঁও মঞ্চের আহবায়ক এড.আবদুস সাত্তার পালোয়ান,কমলনগর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ এবং বিকল্পধারার স্থানীয় নেতৃবৃন্দ।
দীর্ঘ ৩৫ বছর যাবত মেঘনা নদীর তীব্র ভাঙ্গন কবলিত হয়ে লক্ষ্মীপুরের দুটি উপজেলার প্রায় অর্ধেকেরও বেশি জায়গা বিলীন হয়ে গেছে। বর্তমানে এ ভাঙ্গন আরো ভয়াবহ আকার ধারণ করেছে।
0Share