লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাটে নকল জেলে পরিচয়পত্রসহ অন্যান্য নিরাপত্তামূলক জরুরী ডকুমেন্ট তৈরির দায়ে ২ স্টুডিও মালিককে আটক করেছে পুলিশ। এসময় ৪টি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের দোকানের মালামাল জব্ধ করা হয়।
বৃহস্পতিবার (৬মে) বিকেলে হাজিরহাট বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন।
আটকরা হলেন, শিমুল ষ্টুডিও’র মালিক শিমুল মজুমদার এবং সুধেব মজুমদার।
উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা যায় যে, সেলিম নামের একজনের নকল জেলে পরিচয়পত্র তৈরি করে দেয় উক্ত দোকানদার। পরে ওই পরিচয়পত্র নিয়ে হাজিরহাট ইউনিয়ন পরিষদে সহায়তার জন্য গেলে তা নকল বলে প্রমাণিত হয়।
সেলিম জানায় তিনি একটি দোকান থেকে কার্ডটি তৈরী করে। কমলনগর থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আবছার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের হাকিম মো. মোবারক হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২জনকে আটক করে এবং মালামাল জব্দ করে থানায় প্রেরন করেন। এজাহার দিলে তা মামলা হিসেবে নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিষ্ট্যট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, ৪টি ষ্টুডিওতে অভিযান পরিচালনা করে জেলেকার্ড, এনআইডি ও জন্মসনদ জাল তৈরীর প্রমান পেয়ে মালামাল জব্দ করি।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ।
0Share