লক্ষ্মীপুরের কমলনগর থানাধীন দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজারস্থ ‘হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্র’র ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার পুলিশ হেডকোয়ার্টার থেকে তা স্থানান্তরের নির্দেশ দিয়ে চিঠি জারি করেছে। দীর্ঘদিন থেকে পুলিশ তদন্ত কেন্দ্রটি চর মার্টিন ইউনিয়ন পরিষদের ভবনে কার্যক্রম পরিচালিত করে আসছিল।
এদিকে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশ পাওয়ার পর স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, কমলনগর থানা হওয়ার আগে হাজিরহাটে ওই পুলিশ তদন্তকেন্দ্রটি স্থাপন করা হয়। পরবর্তিতে কমলনগর থানা হওয়া পর হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রটি চৌধুরী বাজারে স্থানান্তর করা হয়। চর মার্টিন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের কক্ষে চরমার্টিন ও চরকালকিনি ইউনিয়ননের আইন শৃঙ্খলা রক্ষার্থে চৌধুরী বাজারে পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম চলে আসছিল। কিন্তু দুই ইউনিয়নের আইন শৃঙ্খলার কথা বিবেচনা করলে এ তদন্ত কেন্দ্রটি স্থানীয় মুন্সিরহাট অথবা বলির পুলে হওয়ার কথা।
বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন স্থানীয়রা। হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর আহম্মদ বলেন, ইউনিয়ন পরিষদের কার্যালয়ে অস্থায়ীভাবে পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম চলছিল। বর্তমানে ইউনিয়ন পরিষদের ওই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিষয়টি কতৃপক্ষের নজরে আসলে স্থানান্তরে সিদ্ধান্ত হয়।
পাশেই মুন্সিরহাট এলাকায় স্থানান্তরের জন্য পুলিশ হেডকোয়ার্টার থেকে চিঠি আসে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, উধ্বর্তন কতৃপক্ষের নির্দেশনায় ও চিঠির আলোকে পুলিশ তদন্তকেন্দ্র স্থানান্তর প্রক্রিয়া চলছে।
0Share