আব্দুর রহমান বিশ্বাস: পবিত্র মাহে রমাদান উপলক্ষে কমলনগরে হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) দিনব্যাপী কমলনগর উপজেলার মাতাব্বর হাট ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণের আয়োজন করেন উপকূল যুব স্বপ্নের বাংলা সামাজিক সংগঠন।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল হোসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. মাওলানা নুর উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাজ হোসেন শান্ত, মাষ্টার জামাল উদ্দিন, মাষ্টার মাকছুদুর রহমান, মোহাম্মদ মাঈন উদ্দিন, মাকছুদুর রহমান, মোঃ জায়েদ, সাইদুর আরাফাত, মোঃ রাসেদ, হাফেজ যাকারিয়া, আক্তার মাহমুদ, এ আই তারেক, মাষ্টার আব্দুর মন্নান, মাষ্টার দিদারুল ইসলাম সহ অন্যান্যরা।
প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সফিগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসার সুপার নুরুন নবী, মতিরহাট জামে মসজিদের খতিব হাফেজ আবু বকর ছিদ্দিক, কমলনগর উপজেলা জামে মসজিদের খতিব মোহাম্মদ মানছুর আলম, আন্ডার চর জামে মসজিদের খতিব হাফেজ আজাদ উদ্দিন।
এবারের প্রতিযোগিতায় ৫টি মাদ্রাসায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুরআন তেলওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা মোট ৮ জন বিজয়ী হয়। বিজয়ীদের হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
পুরস্কার বিতরণ শেষে এ প্রতিযোগিতা আরো অংশগ্রহণমূলক ভাবে প্রতি বছর আয়োজনের মাধ্যমে ধর্মীয় শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করার আহবান জানান বক্তারা। প্রতিযোগিতা ও পুরস্কার শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
0Share