নিজস্ব প্রতিনিধি:কমলনগরে পৃথক ঘটনায় ৪ জন বিষ পান করেছেন। এদের মধ্যে জাকির হোসেন (১৮) নামের এক কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমাবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিষপ্রাণে আক্রান্তদের
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রেজাউল করিম রাজিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জাকির হোসেন নামের ওই কিশোর বিষপান করলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করে। ভোররাতে তার মৃত্যু হয়।
নিহত জাকির হোসেন কমলনগর উপজেলার উপজেলার চরজগবন্ধু গ্রামের মিন্টিু মিয়ার ছেলে।
বিষ পানে চিকিৎসাধী অন্যরা হলেন চর কাদিরা ইউনিয়নের বাসিন্দা সাহাব উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন (২৫), চর কালকিনি ইউনিয়নে চর শামছুদ্দিন গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে সানি (১৬)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আরও একজনকে দুপুরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকদের পরার্মশে উন্নত চিকিৎসার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তবে তার নাম পরিচয় জানা যায়নি। পরিবারিক কলহের জের ধরে তারা বিষ পান করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
কমলনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা বলেন, বিষপানে মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।



0Share