কমলনগর প্রতিনিধি: শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবীতে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন করেছে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১০টায় রামগতি-লক্ষ্মীপুর সড়কের তোরাবগঞ্জ বাজার
এলাকায় আয়োজিত এ মানববন্ধনে অংশ নেয় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, তোরাবগঞ্জ আহমদিয়া দাখিল মাদরাসা, তোরাবগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাছান, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আউয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোহিদুল ইসলাম, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কমলনগর উপজেলা স্কাউটের সম্পাদক কামাল উদ্দিন আহমেদ বাহার প্রমুখ। একই সময় উপজেলার চর লরেঞ্চ, হাজিরহাট এবং করুনানগর এলাকায় ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।



0Share