নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ৫৪ ঘন্টা বন্ধ থাকার পর রামগতি ও কমলনগরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এর আগে হাজার হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়ে বর্তমানে ও কিছু এলাকা অন্ধকারে রয়েছে।
শুক্রবার রাত ৯ টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ও বিদ্যুৎ সঞ্চালন কিছু লাইনে মেরামত কাজ চলছিলো; যে কারণে এখনও আংশিক এলাকায় সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে।
এর আগে বুধবার দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত রামগতি ও কমলনগরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থ্য বিপর্যস্ত হয়ে পড়ে। এর পর থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ গ্রাহকরা জানায়, ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে খুঁটি উপড়ে পড়ে। গাছ ভেঙে লাইনের ওপর পড়ায় বৈদ্যুতিক লাইনসহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকে আর বিদ্যুতের দেখা মেলেনি। এমন পরিস্থিতিতে গত ৫৪ ঘন্টা অন্ধকারে কেটেছে এবং এখনও সবগুলো গ্রামে বিদ্যুত সরবরাহ ঠিক হয়নি।।
কমলনগর পল্লী বিদ্যুতের সাব সেন্টারের ইনচার্জ শরীয়ত উল্যাহ বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্ষতিগ্রস্ত ৩৩ কেবি প্রধান সঞ্চালন লাইনের মেরামত কাজ শেষ হলেও এখনও সবগুলো লাইনের কাজ শেষ করা সম্ভব হয়নি। প্রধান লাইন মেরামত হলে; বিভিন্ন এলাকার লাইনগুলো মেরামত করা হবে। এতে আরও কিছু সময় লাগতে পারে।
রামগতি পল্লী বিদ্যুতের ডিজিএম এমরান গণি বিদ্যুৎ বিপর্যয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মেরামতের কাজ এখনও চলছে; শেষ হলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি চালু করা হবে।
0Share