সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
কমলনগরে মাদরাসা ছাত্র হত্যা মামলায় ২ জন গ্রেফতার

কমলনগরে মাদরাসা ছাত্র হত্যা মামলায় ২ জন গ্রেফতার

কমলনগরে মাদরাসা ছাত্র হত্যা মামলায় ২ জন গ্রেফতার

লক্ষ্মীপুরের কমলনগরে মাদ্রাসাছাত্র মো. জুনাইদ (৮) খুন হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে নিহতের বাবা শেখ কামাল হোসেন বাদি হয়ে কমলনগর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়।

এদিকে পুলিশ মামলার দুই আসামি রামগতি উপজেলার পূর্ব চরসীতা এলাকার আব্দুস সহিদের ছেলে নিজাম উদ্দিন ও কমলনগর উপজেলার চরলরেন্স এলাকার সাখাওয়াত হোসেন রাসেদের ছেলে মাহাতির হোসেন মাহিকে গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করেছেন। তাদের মধ্যে নিজাম স্থানীয় মেসার্স এমএনএস ইটভাটার ম্যানেজার এবং মাহির ওই ভাটার পরিচালকের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মাদ্রাসাছাত্র জুনাইদের পরিবার কয়েক মাস ধরে চরলরেন্স তুলাতলি এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন। স্থানীয় একটি ফোরকানিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র জুনাইদ গত মঙ্গলবার বিকেলে সমবয়সী ছেলেদের সঙ্গে মেসার্স এমএনএস নামের স্থানীয় একটি ইটভাটায় খেলতে যান।

ওই সময় ভাটার স্টাফরা শিশুটিকে হত্যা করে পাশর্^বর্তী একটি পরিত্যক্ত বাড়ির বাগানে ফেলে রাখে। এর চারদিন পর শনিবার সকালে ওই স্থানে জুনাইদের অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া ওই দুই আসামি ছাড়াও মামলায় ইটভাটার পরিচালক সাখাওয়াত হোসেন রাসেদের নাম উল্লেখ রয়েছে।

সাত দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অপর আসামিদের গ্রেপ্তারসহ হত্যাকা-ের রহস্য উদ্ঘাটনে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে চার্টার্ড লাইফের মৃত্যু বীমা দাবি চেক হস্তান্তর

কমলনগরে হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন

মেঘনায় ৩০ জেলের জরিমানা

বলিরপোল বাজারে আগুনে পুড়লো ৮ দোকান: দেড় কোটি টাকার ক্ষতি

কমলনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংস্থা ‘সাক’

লক্ষ্মীপুর-৪ | ভোটের খরচে প্রার্থীকে টাকা সহায়তা দিলেন ভোটাররা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com