জুনায়েদ আহম্মেদ: জাতীয়ভাবে চতুর্থ হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জোন ভিত্তিক বাছাই পর্ব লক্ষ্মীপুরে আয়োজন করা হয়েছে। আহলুল কুরআন ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে শহরের গোডাউন সড়কের হযরত ফারুকে আযম তাফিজুল কোরআন মাদ্রাসায় দিনব্যাপী মঙ্গলবার (৭ফেব্রুয়ারী) এ বাছাই পর্বের আয়োজন করা হয়।
এ প্রতিযোগিতায় জেলার প্রায় ৪০টি মাদ্রাসার আড়াইশত শিক্ষার্থী অংশ নেন। বৃহস্পতিবার সংগঠনটির মহাসচিব হাফেজ ক্বারী ইয়াসিন আরাফাত তামিম এ তথ্য নিশ্চিত করেন। সংগঠনটির মহাসচিব হাফেজ ক্বারী ইয়াসিন আরাফাত তামিম জানান, এ প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে ছিলেন, আহলুল কুরআন ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হযরত মাওলানা হাফেজ ক্বারী মেরাজুুল ইসলাম ও সহযোগী বিচারক হিসেবে মাওলানা ক্বারী কামালুদ্দিন ছিলেন।
সংগঠনটির লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ্র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেম হারুুন আল মাদানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শিহাব উদ্দিন ও হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। এসময় বাছাই পর্ব থেকে ফাইনালে অংশগ্রহণের জন্য দশজনকে ইয়েস কার্র্ড ও সাতজনকে ক্রেস্টসহ উপহার দেয়া হয়। জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইনাল পর্র্ব আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে ঢাকা শ্যামলী জোহরী মহল্লায় গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।
21Share