সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
রায়পুরে লক্ষাধিক মানুষ এনজিও ঋণের ফাঁদে

রায়পুরে লক্ষাধিক মানুষ এনজিও ঋণের ফাঁদে

0
Share

রায়পুরে লক্ষাধিক মানুষ এনজিও ঋণের ফাঁদে

রায়পুর প্রতিনিধি:রায়পুর উপজেলার লক্ষাধিক মানুষ মহাজন ও এনজিও ঋণের ফাঁদে পড়েছে। এখন মহাসংকটে দিন কাটাচ্ছে তারা। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে উপজেলা শহর ও গ্রামে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে প্রায় শ’খানেক নাম সর্বস্ব এনজিও। সরেজমিনে গিয়ে দেখা গেছে, অনেক এনজিও’র কোন বৈধতা না থাকলেও বহাল তবিয়তে ঋণ আদান প্রদান করছে। অভিযোগে উঠেছে, প্রশাসনের উদাসিনতার কারণে এসব এনজিও’র দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। জানা গেছে, হাজার হাজার গরীব ও অসহায় মানুষ মহাজন ও এনজিও ঋণে সর্বস্ব হারাচ্ছে। এক কিস্তি পরিশোধ করতে না করতেই সামনের কিস্তির টাকা পরিশোধের চিন্তা মাথায় চাপে। একটি সংস্থার ঋণের জাল থেকে বেরিয়ে আসতে না আসতেই অন্য সংস্থার ঋণের জালে জড়িয়ে পড়ছে তারা। কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। শুধু তাই নয়, আত্মহত্যার মত পথ বেছে নেয়ারও নজির রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উদমারা গ্রামের কহিনূর বেগম, আকলিমা, খোতেজা বেগম, চরবংশী খাসের হাট ইউনিয়নের চরকাচিয়া গ্রামের মল্লিকা, চেনবানু এনজিও’র জালে ঋণের সর্বস্ব খুইয়ে এখন সর্বশান্ত। উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ৭৫ভাগ লোকই কৃষিকাজে নিয়োজিত। কৃষকরা এনজিও গুলোর ঋণের জালে জড়িয়ে পড়ার কারণে কৃষিক্ষেত্রে বহুগুন সমস্যা দেখা দিয়েছে। এই সুযোগে মহাজনী ঋণ ব্যবস্থা আবার জমজমাট হয়ে উঠেছে। অন্যদিকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ বিতরণে ব্যাপক প্রচার থাকলেও কৃষকদের একটি বড় অংশ এই ঋণ সুবিধা থেকে বঞ্চিত। এনজিওগুলো বিভিন্ন সামাজিক কাজের প্রোগ্রাম দেখালেও মূলত সেসব নিছক লোক দেখানো। প্রাথমিকভাবে এনজিও কর্মীরা সহজ শর্তে ঋণ প্রদানের আশ্বাস দিয়ে গ্রামের দরিদ্র পরিবারের মহিলাদের আকৃষ্ট করে। কিন্তু এদের ঋণের সুদের হার ব্যাংক ঋণের সুদের চেয়ে প্রায় ৪গুন বেশি। তাই দরিদ্র দূরীকরণের নামে গ্রামে-গঞ্জে শত শত সমিতি গড়ে উঠলেও ফল উল্টো। প্রথমদিকে এসব সমিতির কোন সদস্যই জানে না ঋণের সুদের হার কত? এনজিওগুলোর নিয়ম অনুযায়ী উৎপাদন বা আয় থেকে ঋণের টাকা পরিশোধ করা কারো পক্ষে সম্ভব নয়। কিস্তির টাকা পরিশোধ করতে না পারলে মহাজনদের লোকেরা এবং এনজিও কর্মকর্তা ও মাঠকর্মীরা দল বেধে এসে ভয়ভীতি দেখিয় টাকা আদায় করে। এমনও দেখা গেছে অনেকে বসতঘরের টিনের চালা, গরু-ছাগল বিক্রি করে টাকা পরিশোধ করতে হয়েছে। ঋণ পরিশোধ করতে না পেরে অনেকে ভিটামাটি বিক্রি করে বড় কোন শহরে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ করতে গৃহবধূর গহনা, গরু-ছাগল, হাঁস-মুরগী বিক্রি করেও পার পাচ্ছে না অনেক পরিবার। ঋণদানকারী এনজিও এবং মহাজনরা সময়মত কিস্তি পরিশোধ করতে না পারলে নানা রকম ভয়ভীতিসহ পুলিশ হয়রানির হুমকি দিবে বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ঋণ নেয়ার পর সঠিক সময়ে পরিশোধ করলেও জমির দলিল ফেরৎ দিতে টালবাহানা করে অনেক এনজিও। নিয়মানুযায়ী ঋণের টাকায় উৎপাদন আয় থেকে কিস্তি পরিশোধের কথা থাকলেও সেটা মানছেনা অনেক সংস্থা। এছাড়াও এনজিওগুলো ঋণ প্রদানের সময় ঋণ গ্রহীতার সঙ্গে স্ট্যাম্পে লিখিত চুক্তিপত্রের মাধ্যমে ঋণ দিলেও সঙ্গে আবার ঋণ গ্রহীতার স্বাক্ষরিত ব্যাংকের চেক জমা করে রাখে। সময়মত ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে স্ট্যাম্পে লিখিত চুক্তিপত্র বাদ দিয় ওই চেক ব্যাংক থেকে ডিসওনার করে ঋণ গ্রহীতার বিরুদ্ধে মামলা করে। এলাকার সচেতন মানুষ উপজেলা ঋণের সর্বগ্রাসী এ চক্র থেকে সাধারণ মানুষকে উদ্ধারে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

এ জনপদের উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এমএ সাত্তার

লক্ষ্মীপুরে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১০ বছর উৎযাপন

চর রমনী মোহনের ১ নং ওয়ার্ডের মেম্বার পদে দেড় বছর পর আদালতে ভোট গণনা

রামগতিতে অবাধে গলদা চিংড়ির রেণু শিকার চলছেই !

লক্ষ্মীপুরে তালের চারা পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com