প্রতিনিধি : লক্ষ্মীপুর- রামগতি সড়কের ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারে বিদ্যুতের দাবীতে স্থানীয় জনতা বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিদ্যুতের দাবীতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে । অবরোধের ফলে লক্ষ্মীপুরের সাথে রামগতি ও কমলনগর উপজেলার যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে। এতে করে সড়কের ২ পাশে শত শত গাড়ি আটকা পড়ে আছে।
স্থানীয় এলাকার মোঃ মাহবুব হোসেন/ মোজাম্মেল হোসেন/রিপন পাটোয়ারী/মোঃ নাছির/ রাজুসহ একাধিক অভিযোগ করে বলেন, ভবাণীগঞ্জ ইউনিয়নের চরমনসা, মিয়ার বেড়ী, আবদুল্যাপুর, শরীফপুর, তেওয়ারীগঞ্জ, ধর্মপুর সহ ২ টি ইউনিয়নের ১০-১২ টি গ্রামের প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে ২০ থেকে ২২ ঘন্টা বিদ্যুত থাকেনা বিষয়টি কর্তপক্ষ কে একাধিকবার অবহিত করার পরও কোন সুরাহা না হওয়ায় আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমে অবরোধ পালন করছি। কর্তৃপক্ষ আমাদের বিদ্যুত সরবরাহের নিশ্চয়তা দিলে আমরা অবরোধ প্রত্যাহার করব ।
ভবাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রণি জানান, বিদ্যুত না পাওয়া শত শত এলাকাবাসী সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছে বলে শুনেছি। বিষয়টি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির জিএম কে জানানো হয়েছে। অপর দিকে একই দাবীতে সদর উপজেলার মান্দারী, জকসিন, চন্দ্রগঞ্জ, হাজির পাড়া এলাকায় একই দাবীতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনারস্থলে পুলিশ ও বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের পাঠিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়। চাহিদামত বিদ্যুত না পাওয়ার কারনে গ্রাহকদের সঠিক সেবা দেওয়া সম্ভব হচ্ছেনা। অবরোধের বিষয়টি উর্ধবতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, বিদ্যুত কর্তৃপক্ষ লোকজন নিয়ে স্থানীয় আশস্ত করে অবরোধ উঠিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, একই দাবীতে মঙ্গলবার রামগঞ্জ ও রায়পুর পল্লী বিদ্যুত কার্যালয়ে হামলা ও ভাংচুর করে ক্ষুব্দ গ্রাহকেরা। এ ছাড়া বিদ্যুতের দাবীতে জেলার রায়পুরে বুধবার- বৃহস্পতিবার ৪৮ ঘন্টা হরতালের ডাক দেয় জনতা।
0Share