লক্ষ্মীপুর : নারীর অগ্রযাত্রা গতিশীল ও বেগবান করার লক্ষ্যে লক্ষ্মীপুরে ২৫ কি.মি. এলাকাজুড়ে মানববন্ধন করেছে জেলা মহিলা বিষয়ক অধিদফতর। জানা যায়, সোমবার সকালে ঢাকা-রায়পুর মহাসড়কে চন্দ্রগঞ্জ-থেকে রায়পুর উপজেলার রাখালিয়া পর্যন্ত ২৫ কি.মি. এলাকাজুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা।বক্তারা বলেন, নারীর অগ্রযাত্রা বাধা নয়, পরিপূরক। নারীরা তাদের অধিকার সম্পর্কে যা জানে তা যেন অন্যকে জানাতে পারে, সেই জন্য আজকের এ আয়োজন। এ আয়োজনের মাধ্যমে নারীরা তাদের অধিকার সম্পর্কে আরো সচেতন ও সজাগ হবে বলে আমরা মনে করি।এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুরই আলম সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার সার্কেল হেলাল উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।
0Share