লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলায় প্রায় ৩ শতাধিক অবৈধ দোকান মালিককে উচ্ছেদের নোটিস দিয়েছে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগ। অভিযোগ ওঠেছে দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে বাকি অবৈধভাবে দখলকারী ২ শতাধিক দোকান মালিককে নোটিশ দেওয়া হয়নি। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। জানা যায়, গত ৫ বছরে জেলার ৫টি উপজেলার আঞ্চলিক সড়কের দু’পাশ ও দালালবাজার, জকসিন, চন্দ্রগঞ্জ, মান্দারী, রামগঞ্জ উপজেলা শহর, রায়পুর, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ, চরলরেন্স, করাইতলা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন, হাজিরহাট, রামগতির আলেকজান্ডারসহ বিভিন্ন স্থানে সড়ক ও জনপথে এবং পানি উন্নয়ন বিভাগের জমি দখল করে দোকানঘর ও বহুতল ভবন নির্মাণ করেন স্থানীয় প্রভাবশালীরা। সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী স্বাক্ষরিত (স্মারক নং- আর ২৮/৩১৩৯ ও স্মারক নং-২৮/২৯৮০) ২৫৬ জন অবৈধ দখলদারকে উচ্ছেদের নোটিশ করা হয়। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশে প্রায় ২ শতাধিক বহুতল ভবন ও দোকান মালিককে কোনো নোটিস করা হয়নি বলে অভিযোগ উঠেছে। কয়েক জন ব্যবসায়ী জানান, লক্ষ্মীপুর জেলার পাঁচ উপজেলার বিভিন্ন সড়কের দু’পাশে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাকে ম্যানেজ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শেল্টারে অবৈধভাবে সরকারি জমি দখল করে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মজিবুল হক মোল্লা বলেন, ইতোমধ্যে ২৫৬ জন অবৈধ দখলকারীকে উচ্ছেদের নোটিস দিয়েছি। পর্যায়ক্রমে বাকিদের উচ্ছেদের নোটিস দেওয়া হবে।
0Share