ঐক্যবদ্ধ হয়ে সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নকে পরিবর্তন করতে চায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির নাম ‘ইউনাইট-১৫’। এর মূলমন্ত্র “ঐক্য চাই, নয় বিভক্তি”। প্রায় ২ বছর আগে স্থানীয় ছাত্রদের কয়েকজন সংগঠনটি গঠনের উদ্যোগ নেয় বলে জানা গেছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার চাঁদখালী এ.রব বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ‘ইউনাইট-১৫’ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় সংগঠনটির উদ্যোগে এক সূধী সমাবেশের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা শেখ মহি উদ্দিন, ১৫নং লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন পাটওয়ারী, চাঁদখালী এ.রব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হুমায়ুন কবির, ইউপি সদস্য জাবেদ হোসেন মামুন ও মো. মোজাম্মেল হোসেন মহব্বত, বিশিষ্ট সমাজসেবক আবুল আলম (তহসিলদার), মোশাররফ হোসেন বাবলু (দলিল লেখক), আক্তার হোসেন সাগর (শিক্ষক), সংগঠনটির অন্যতম প্রধান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রিজভী প্রমুখ।
‘ইউনাইট-১৫’ এর সভাপতি ইঞ্জিনিয়ার মো. মনজুর হোসাইনের সভাপতিত্বে এ সমাবেশ সঞ্চালনায় ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক বিজয় মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মো. মেহেদি হাসান রিফাত।
খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই বছর ধরে ‘ইউনাইট-১৫’ এর উদ্যোগে আয়োজিত জনসচেতনতা ও সমাজকল্যাণমূলক নানা কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ দেখা যায়। সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, পাঠাগার স্থাপন, খেলাধূলা, নিরক্ষরতা দূরীকরণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, দরিদ্র তহবিল গঠন এবং দারিদ্র্য ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছে। তাদের লক্ষ্য লাহারকান্দি ইউনিয়নকে দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করা।
0Share