২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কালেক্টরেট প্রাঙ্গনে ৩দিন ব্যাপি বই মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা), জেলা আ’লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহাবুবুল করিম, সাবেক অধ্যক্ষ মো. মাইন উদ্দিন পাঠান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রসূন চন্দ্র মজুমদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মনিজা খাতুন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মিনহাজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনছুর আলী চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরীদা ইয়াসমিন লিকা, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশীদ, নেজারত ডেপুটি কালেক্টর মো. বনি আমিন, সহকারী কমিশনার শারমিন আক্তার সুমি’সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। এ বারের বই মেলায় প্রায় ৩০টি স্টল বসেছে।
0Share