করোনা ভাইরাসের সংক্রোমণ এড়াতে সরকারি নিষেধাজ্ঞার কারণে কৃষি নির্ভর গ্রামের বহু মানুষই বেকার হয়ে পড়েছেন। গ্রামের অধিকাংশ মানুষই খেটে খাওয়া আর শ্রমজীবি। কাজ না থাকায় গ্রামের মানুষ এখন নিজের ভবিষ্যত নিয়ে চিন্তিত।
অসহায় দরিদ্র মানুষগুলো যাতে যে কোন সরকারি বেসরকারি সহায়তা পেতে পারে সেজন্য সত্যিকারের সহায়তা প্রাপ্তদের একটি তালিকা প্রনয়ণ করে তা সংরক্ষিত করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারিগঞ্জ ইউনিয়নের আন্দারমানিক গ্রামের দরিদ্র আর অসহায়দের এমন তালিকা তৈরি করেছে স্থানীয় যুবকরা।
যেকোন সহায়তা যাতে সুষমভাবে বন্টন করা যায় সেজন্য যুবকদের উদ্যোগে তৈরি করা তালিকা সংরক্ষণ করা হয়েছে ওই গ্রামের স্কুল শিক্ষক মোঃ লুৎফর রহমানের কাছে। তালিকাটি আজ দাতাদের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। যাতে ৫৪জন অসহায় গ্রামবাসীর নাম রয়েছে।
তবে তালিকা তৈরির ৪দিন পরেও সরকারি বা বেসরকারি কোন পক্ষ থেকেই গ্রামবাসিদের জন্য কোন রকমের সহয়তা পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিক্ষক লুৎফর রহমান।
এদিকে তালিকা তৈরির অন্যতম উদ্যোক্তা ও আন্দারমানিক গ্রামের এ জামান প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সিরাজ উদ্দিন লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে জানান, আন্দারমানিক গ্রামটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় অতীতেও কোন সহয়তা পায়নি গ্রামবাসী। জেন্য গ্রামের মানুষের কথা চিন্তা করে তারা এ উদ্যোগ নিয়েছেন। এখন কোন সংস্থার পক্ষ থেকে ঔ গ্রামে সহায়তা করতে চাইলে খুব সহজেই করা যাবে। তিনি আরো বলেন, এ রকম প্রতিকূল পরিস্থিতিতে এ গ্রামের যুবকদের মতো সারা বাংলাদেশে এরকম নিরপেক্ষ তালিকা প্রনয়ণ করে ত্রাণ সহায়তা করা উচিত।
আন্দারমানিক গ্রামের অসহায় মানুষদের সহায়তা করতে চাইলে যোগাযোগ করুন: লুৎফর রহমান -০১৮২২-৮৮৩৬২৩
0Share