লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামবাসী এখনও পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে কোনো রকমের সহায়তা পায়নি। এক কথায় এখনো তাদের খোঁজ নেয়নি কেউ। এতে মানবেতর জীবন কাটে গৃহবন্দী কর্মহীন মানুষগুলোর এমনটাই জানিয়েছেন গ্রামবাসী। এ গ্রামে প্রায় ৫হাজার মানুষের বসবাস।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দায়িত্বশীল ব্যক্তিদের ত্রাণ বিতরণের ছবি ভাইরাল হতেও দেখা গেছে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে গত কয়েক দিন যাবত স্থানীয় সংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও এ গ্রামে কারোই দেখা যায়নি।
লাহারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটোয়ারী বলেন, কর্মহীন মানুষের নামের তালিকা করা হয়েছে। যেকোনো সময় ত্রাণ পৌঁছে যাবে। এদিকে জেলা প্রশাসক অঞ্জন চন্দ পাল বলেছেন তাঁর কার্যালয়ে পাঠালে অসহায়দের খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দেওয়া হবে।
0Share