লক্ষ্মীপুরে সদর উপজেলার গরিব, অসহায় ও মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে যাত্রা শুরু করলো “আল-খিদমাহ্ ফাউন্ডেশন”। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার রাধাপুরে সংগঠনের সদস্যের উপস্থিতিতে এ উপলক্ষে এটি কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আলহাজ্ব আবু তাহেরকে ও সম্পাদক পদে সিরাজুল ইসলাম সিরুকে নির্বাচিত করা হয়। কমিটির অনুমোদন দেন সংগঠনের উপদেষ্টা ও পৃষ্ঠপোষকগণ।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আবদুল কাদের, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, মামুনুর রশিদ শাহিন, মিজানুর রহমান মুন্সি, মোস্তাফিজুর রহমান পলাশ, হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ-সম্পাদক পদে হাবিবুর রহমান সবুজ, সহ-সাধারণ সম্পাদক হিসেবে তাজুল ইসলাম, ইব্রাহীম স্বপন, সাংগঠনিক সম্পাদক হাসান রাজা, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, অর্থ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সুমন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক জনাব, ইলিয়াস হোসেন ইরান, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, নুর আলম, প্রচার সম্পাদক আবদুর রহমান রনি, সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান রিসাত, ধর্ম বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক তানভির হোসেন রুবেল, সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন
কামাল হোসেন, রাশেদুল আলম, সালেহ্ আহমেদ রুবেল, মাইনুর হাসান রাশেদ, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, নজরুল ইসলাম মিঠু, এ কে আজাদ, সাইফুল ইসলাম, আক্তার ফারুক রোমানসহ ৩২ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়।
এ সময়ে কার্যকরী কমিটিতে দায়িত্বে থাকা সকলে সংগঠনের সফলতা কামনা করেন এবং কিভাবে সামনের দিনগুলোতে সকলের পাশে থেকে সবাইকে নিয়ে এক সাথে অগ্রসর হওয়া যায় সেই আশা ব্যাক্ত করেন।
সংগঠনের সহ প্রচার সম্পাদক মিজানুর রহমান রিসাত বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হল অসহায় ছিন্নমূল ও দরিদ্র মানুষের পাসে দাঁড়ানো। এছাড়াও আমরা দারিদ্রতার কারণে যে সব ছেলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তাদের পাশে থেকে সুশিক্ষা নিশ্চিত করবো। এছাড়াও আমরা যুব সমাজকে মাদকাসক্ত থেকে সচেতন করতে বিভিন্ন সভা সেমিনারের আয়োজন করবো।
এছাড়াও তিনি এই করোনা কালে সকলের সুস্থতা কামনা করেন, এবং সবাইকে “আল-খিদমাহ্ ফাউন্ডেশন” এর পাশে থাকার জন্য অনুরোধ জানান।
0Share