জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর এর সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত বিজ্ঞানী ডক্টর আলী আসগর স্মরণে এক স্মরণ অনুষ্ঠান অনুাষ্ঠত হয়েছে। শনিবার (২৪ জুলাই) লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,খেলাঘর লক্ষ্মীপুর জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান।
সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত স্মরণ অনুষ্ঠানের শুরুতে সভায় আগত ব্যাক্তিবর্গ কালোব্যাজ ধারণ করেন। প্রয়াত বিজ্ঞানী ডক্টর আলী আসগরের প্রতিকৃতিতে খেলাঘর, লক্ষ্মীপুর জেলা কমিটি; রায়পুর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সবুজসেনা খেলাঘর আসর এবং লক্ষ্মীপুর সদরের হিজলবিথী খেলাঘর আসর ও শালিকমেলা খেলাঘর আসর পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ ছাড়া দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ ও মোমবাতি প্রজ্বলনের পর এক শোকসভা অনুষ্ঠিত হয়। পরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
শোকসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, নাট্য ব্যক্তিত্ব শহীদ উল্যাহ খন্দকার, লক্ষ্মীপুর জেলা রবীন্দ্র সংগীত সম্মেলনী পরিষদের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম তপন, সাধারণ সম্পাদক স্বপন কুমার দেবনাথ, নজরুল সংগীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক আবদুল হান্নান সাগর, সাংবাদিক ও খেলাঘর যুগ্ম আহবায়ক শংকর মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ রহিম।
অনুষ্ঠানে খেলাঘর, লক্ষ্মীপুর জেলা কমিটি, রায়পুর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সবুজসেনা খেলাঘর আসর এবং লক্ষ্মীপুর সদরের হিজলবিথী খেলাঘর আসর ও শালিকমেলা খেলাঘর আসরের নেতৃবৃন্দ এবং সদস্যগণ অংশগ্রহণ করেন।
0Share