দেশব্যাপী আলোচিত লক্ষ্মীপুরে পাশবিক অত্যাচারের পর হত্যার শিকার স্কুলছাত্রী সেই হীরামনির ক্যান্সার আক্রান্ত বাবা হারুনুর রশিদ আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি–রাজেউন)। শনিবার (২২ আগস্ট) সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে নিজ বাড়িতেই তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি গোপীনাথপুর চম্পকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন রনি নিশ্চিত করেছেন।
ফলে শেষ পর্যন্ত নিজ মেয়ে নির্যাতনের পর হত্যার বিচার দেখে যেতে পারে এ বাবা। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি হীরামনির পাশবিক অত্যাচার ও হত্যার পর গণমাধ্যমের কাছে আকুতি জানিয়েছিলেন, মৃত্যুর আগে যেন মেয়ের হত্যাকারীদের চিনতে পারেন ও বিচার দেখে যেতে পারেন। কিন্তু তা আর হলো না।
হারুনুর রশিদের তিনি জানান, তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মেয়ে হত্যার পর তিনি আরো ভেঙে পড়েন। জীবদ্দশায় তিনি মেয়ে হত্যার বিচার দেখে যেতে পারেননি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১২ জুন দুপুরে ঘরে একা পেয়ে পালেরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী হীরামনিকে পাশবিক অত্যাচারের পর হত্যা করা হয়। ঘটনাটি দেশব্যাপী আলোচিত হয়। দেশের বিভিন্ন জেলায় হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এদিকে এঘটনায় তরিকুল ইসলাম অয়ন, সুমন হোসেন ও আরিফ হোসেন নামে তিনজন কারাগারে আছে। তবে এখনো পর্যন্ত হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, নিহতের ডাক্তারি রিপোর্টের জন্য হত্যার মূল রহস্য উদ্ঘাটন করা যাচ্ছে না। এটি আসলে হত্যাকারী শনাক্ত হবে। এর মধ্যে আসামিদের রিমান্ডে এনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
0Share