তিন দশক অর্থাৎ ৩০ বছর পার করলো লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হাইফাই। সংগঠনটিকে গতিশীল করার লক্ষ্যে হাইফাই ক্রীড়া সংসদ ও ফাইফাই সাংস্কৃতিক সংসদ নামে দুভাগে বিভক্ত করা হয়। সাংস্কৃতি ও ক্রীড়াকে প্রাধান্য দিয়ে করা হয়েছে দুটি নতুন কমিটি। শুক্রবার ( ৯ অক্টোবর) দিন ব্যাপী অনুষ্ঠান শেষে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে এ দুটি কমিটি গঠন করে সংগঠনের সদস্য ও পরিচালকরা।
উভয় কমিটির পরিচালক নির্বাচিত হয়েছেন মহসিন কবির ভূইঁয়া। অন্যদিকে হাইফাই সাংস্কৃতিক সংসদের পরিচালক হন মাহবুবুর রহমান এবং হাইফাই ক্রীড়া সংসদের পরিচালক হন মোজ্জামেল কামরুল।
এদিকে হাইফাই ক্রীড়া সংসদের সভাপতি হয়েছেন, আইনুল ইসলাম তানভীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল কামরুল রিন্টু। অন্যদিকে হাইফাই সাংস্কৃতিক সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম জাকির এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফাহাদ বিন বেলায়েত।
হাইফাই সূত্রে জানা যায়, HiFi H-Honest I- Intelligent F- Faithful I- Independent এ চার শব্দের অর্থ সততা, মেধা, বিশ্বাস এবং স্বাধীনচেতা এ চারটি বাংলা শব্দের ইংরেজী বর্ণ নিয়ে ১৯৯০ গঠিত হয় HiFi সাংস্কৃতিক সংগঠন।
প্রয়াত সংস্কৃতিজন বেলায়েত হোসেন রিপন এর শৈল্পিক হাত মহসিন কবিরের সমন্বয় সাধন করে আরো কিছু শিল্পশ্রষ্ঠা ও মেধাবীদের নিয়ে সংগঠনটির পথচলা শুরু হয়।
প্রথম সাংস্কৃতিক কর্মকান্ড দিয়ে শুরু হলেও মাঝপথে ক্রীড়া সংযুক্ত হয়ে একসাথে হাইফাই ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ নামে পরিচালিত হয়ে আজ ৩০ বছর মানে তিন দশক অতিক্রম করলো সফলতার সাথে।
এরই মাঝে সংগঠনটি অনেক শিল্পীকুশলী এবং খেলোয়াড়দের তৈরি করে দিয়েছে উচ্চতার শিখরে যাবার সিড়ি। ত্রিশ বছরে অনেকেই সভাপতি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তবে দক্ষতার সাথে দীর্ঘদিন পরিচালকের দায়িত্ব পালন করছেন সংস্কৃতিজন মহসিন কবির ভুঁইয়া।
0Share