লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে রাবেয়া বেগম নামের এক বিধবা নারীকে শারীরিক লাঞ্চিত করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার ( ১১ অক্টোবর )দুপুরে ওই নারী বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে বেলা সকাল সাড়ে ১০টার দিকে দালাল বাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের জিন্নাত আলী ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত মোঃ হারুনের স্ত্রী রাবেয়া বেগমের বাগানের সুপারি গাছ থেকে জোর পূর্বক সুপারি পাড়ছিলেন স্থানীয় বসু মিয়া ও তার সহযোগীরা। এসময় বিধবা নারী রাবেয়া বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে বসু মিয়া, তার স্ত্রী রাজিয়া বেগম, মেয়ে ফাতেমা বেগম, পান্না বেগমসহ স্থানীয় আরো কয়েকজন মিলে রাবেয়া বেগমকে কিলঘুষি দিয়ে শারীরিক লাঞ্চিত করে।
পরের ওই নারীর চিৎকারে আশপাশের অপর প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ফোনে সংযোগ না পেয়ে এ বিষয়ে জানতে চেয়ে বিবাদী বসুর মিয়ার সাথে যোগাযোগ করা যায় নি।
লক্ষ্মীপুর সদর থানার ওসি মোঃ আবদুল মুন্নাফ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
0Share