নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়া রায়পুর-চৌমুহনী আঞ্চলিক সড়কের উন্নয়ন দাবিতে লক্ষ্মীপুরে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর ‘গায়েবানা জানাজা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা শহরের দক্ষিণ তেমুহনীস্থ সওজ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই প্রতীকী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বক্তারা জানান, চন্দ্রগঞ্জ থেকে রায়পুর পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দ ও ভাঙাচোরা রাস্তায় যানবাহন চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। পথচারীরাও প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন।
তারা অভিযোগ করে বলেন, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে তারা এই ‘গায়েবানা জানাজা’ কর্মসূচির আয়োজন করেছেন।
মানববন্ধন ও জানাজা কর্মসূচিতে বক্তব্য রাখেন—জেলা সিসিএস-এর প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।
প্রতীকী এই জানাজা শেষে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এই বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে অফিসে পাওয়া যায়নি। এমনকি মোবাইল নম্বরে ফোন করে ও খুদে বার্তা দিয়েও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
0Share