নিজেস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরসের অন্যতম সদস্য বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর বাবা প্রধান শিক্ষক (অবঃ) শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
শুক্রবার বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা চর জাঙ্গালীয়া বায়তুল আমান জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন মরহুমের পরিবার।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ইউসুফ পাটওয়ারী সদস্য সচিব আবু ছায়েদ দোলন উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোসলেহ উদ্দীন মিয়া, অধ্যক্ষ আরিফ হোসেন, স্বেচ্ছাসেবকদলের সভাপতি নুরুল আমিন সেলিম সাংবাদিক মিজান মানিক, ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু,সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক ওসমান গনি রিপাদ। উল্লেখ্য, গত ৩০ আগস্ট শনিবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর কমফোর্ট হাসপাতালে ইন্তেকাল করেন মাহমুদ উল্লাহ।
0Share