লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছেন।
বুধবার ভোর ৪ টার দিকে চট্টগ্রাম জেলার কাটগড় এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে নিখোঁজ হয়েছেন। ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার অভিযোগ করে বলেন, বুধবার ভোরে কাটগড় এলাকার তাদের আত্মীয়ের বাসায় কালো পোশাকধারী ৬-৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাসায় প্রবেশ করে তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে র্যাব-৭ একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। এর পর দুপুর পর্যন্ত তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। এদিকে বুধবার দুপুরে পরিবারের পক্ষ থেকে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ওমর ফারুকের শ্যালিকা সাবরিনা সুলতানা বলেন, বুধবার ভোরে র্যাব ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার দুলাভাইকে চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার কাটগড় এলাকার বাসা থেকে তুলে নিয়ে যায়। তার বিরুদ্ধে ২ টি মামলা থাকলেও তিনি জামিনে আছেন বলে জানান পরিবারের সদস্যরা। এ দিকে অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে র্যাব-৭ এর মিসবাহ আহমেদ জানান, ওমর ফারুক নামে কাউকে তারা আটক কিংবা গ্রেফতার করেনি। এদিকে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন জানান, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের নিখোঁজ বিষয়টি তিনি অবগত নন। পুলিশ এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান তিনি।
0Share