সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মাদক যেন সমাজকে ব্যাধিতে পরিণত করতে না পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মাদক যেন সমাজকে ব্যাধিতে পরিণত করতে না পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মাদক যেন সমাজকে ব্যাধিতে পরিণত করতে না পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

হাসিবুর রশীদ: লক্ষ্মীপুরে ক্বেরাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সমাজে আলো ও আলোর বার্তা এমনভাবে পৌঁছে দিতে হবে যাতে মাদক আমাদের ব্যাধিতে পরিণত করতে না পারে। মাদকের সঙ্গে সন্ত্রাস, চুরি, ডাকাতি, বাটপারি—সবকিছু জড়িত। এই সমাজকে মাদকমুক্ত করা এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
 
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আস-সুফফা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ক্বেরাত ও আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
এ্যানি আরও বলেন, ইসলাম আমাদের শিখিয়েছে মানবতার জন্য কাজ করতে। ন্যায় প্রতিষ্ঠা করা ও শান্তি বজায় রাখা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ক্বেরাত ও আজান প্রতিযোগিতার মতো ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
তিনি বলেন, সমাজ অনেকটা পিছিয়ে গেছে, অন্ধকারে নিমজ্জিত। দেশে এখন নির্বাচিত প্রতিনিধি নেই, অথচ নানা ষড়যন্ত্র চলছে। এই সমাজ, এই গ্রাম, এই লক্ষ্মীপুর আমাদের—তাই এগিয়ে এসে সমাজটাকে ঠিক রাখতে হবে। ছাত্র সমাজ, যুব সমাজ ও নতুন প্রজন্মকে এখন থেকেই দায়িত্ব নিতে হবে। একা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়; এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
 
আস-সুফফা যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সামছুল আলম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ঈসমাইল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, সদর থানা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত।
 
প্রতিযোগিতায় ১৯টি মাদ্রাসার ৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ইদিলপুর আল হেলাল হাফিজিয়া মাদ্রাসার মো. ফাইয়াজ ফারহান প্রথম, খাজুরতলী ইসলামিয়া মাদ্রাসার মো. তামিম দ্বিতীয় এবং আল হুদা মডেল মাদ্রাসার ইমতিয়াজ আক্তার শামিম তৃতীয় স্থান অর্জন করে। পরে অতিথিরা ৬টি প্রতিষ্ঠানের ১৭ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন।
 
 

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

মাদক যেন সমাজকে ব্যাধিতে পরিণত করতে না পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকার, লক্ষ্মীপুরে জব্দ দেড় লাখ মিটার জাল

লক্ষ্মীপুরে শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর আত্মার মাগফিরাত কামনায় দোয়া

লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে শারীরিক প্রতিবন্ধী পরিবহন শ্রমিকের বসতঘর পুড়ে ছাই 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com