সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন  সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রতিনিধি || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আ হ ম মোশতাকুর রহমান সভাপতি ও সাইদুল ইসলাম পাবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার গাজী গিয়াস উদ্দিন নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এদিকে প্রেস ক্লাবের নির্বাচন পরিদর্শন করেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী রেজাউল করিম ও ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মো. ইব্রাহিম। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুরিশ সুপার (এসপি) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক প্রেস ক্লাবে পরিদর্শনে আসেন।

নবনির্বাচিত সভাপতি মোশতাকুর রহমান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নয়াদিগন্ত পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এবং পাবেল এনিয়ে ৪ বার লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পাবেল বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি।

২০২৬-২০২৭ এই দুই বছরের জন্য প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা), কোষাধ্যক্ষ সোহেন রানা ( নাগরিক টিভি ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু (বাংলাদেশের খবর ), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খাঁন (আজকালের খবর) ও প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ), রাজিব হোসেন রাজু (আমার দেশ) ও আফজাল হোসেন (সবুজ জমিন)। এছাড়া সহ-সভাপতি পদে জহির উদ্দিন (বিটিভি) ও জহিরুল ইসলাম (উপকূল প্রতিদিন) সমান ভোট পেয়ে ড্র করেছেন। পরবর্তীতে এই পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল বলেন, প্রেস ক্লাবের সম্মানিত সদস্যরা পুনরায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। প্রেস ক্লাবের ভবন নির্মাণসহ সার্বিক উন্নয়নে অতীতের মতো সর্বোচ্চ চেষ্টা করবো। প্রেস ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সভাপতি মোশতাকুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কার্যনির্বাহী কমিটির সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

প্রসঙ্গত, ১৯৮১ সালে লক্ষ্মীপুর প্রেস ক্লাব গঠিত হয়। ২০২৬-২৭ এই দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ক্লাবের সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সদস্য কামাল উদ্দিন, কাজী মাকছুদুল হক, রেজাউল করিম পারভেজ ও সানা উল্লাহ সানু। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

মাদক যেন সমাজকে ব্যাধিতে পরিণত করতে না পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকার, লক্ষ্মীপুরে জব্দ দেড় লাখ মিটার জাল

লক্ষ্মীপুরে শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর আত্মার মাগফিরাত কামনায় দোয়া

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com