লক্ষ্মীপুর: পৌর এলাকার বিভিন্ন কলোনীতে বেশ কয়েক দিন ধরেই গ্যাস সংকট তীব্র আকার ধারন করেছে। এতে করে মেচে থাকা ছাত্র/চাকরীজীবীরা হোটেলের খাওয়ারের উপর নির্ভর হয়ে পড়ে। পৌর এলাকার বিভিন্ন বাসিন্দারা অভিযোগ করেন বেশ কিছু দিন যাবত ভোর হওয়ায় মাত্রই গ্যাস চলে যায়। বিকেলে কিছুক্ষন থাকলেও সন্ধ্যায় দেখা মেলেনা গ্যাসের। এ অবস্থায় পৌরবাসীর জন্য রান্নার কাজ করা দুরুহ হয়ে পড়েছে। অনেক বাসিন্দাকে বিকল্প উপায়ে রান্নার কাজ করতে হচ্ছে বলেও জানা যায়। অপরদিকে সিএনজি চালিত যানবাহনগুলো গ্যাসের অভাবে ঠিক মত চলাচল করতে পারছে না। গ্যাসের অভাবে জেলার একমাত্র সিএনজি ফিলিং ষ্টেশনটি বন্ধ থাকে ঘন্টার পর ঘন্টা। এমতাবস্থায় গ্যাসের সংকট সমাধানের দাবী জানিয়েছে ভূক্তভোগীরা।
0Share