লক্ষ্মীপুর: মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুর এর উদ্যোগে বৃহঃবার পশ্চিম চর মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সনাক সদস্য মো: আবুল মোবারক ভূঁইয়ার সঞ্চালনায় মা ও অভিভাবকদের অংশগ্রহণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সদস্য নুরুল ইসলাম পাটোয়ারী। অনুষ্ঠানে ২ শতাধিক মা ও অভিভাবক অংশগহণ করে বিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও সমস্যা তুলে ধরেন যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
সনাক সহ-সভাপতি প্রফেসর এ এন এম আবদুল মান্নান বলেন, বিদ্যালয়ের সাথে মায়েদের বিশেষ করে শিক্ষার্থীদের উন্নয়নের সম্পর্ক অত্যন্ত নিবিড়। টিআইবি তথা সনাক অত্যন্ত গুরুত্ব সহকারে শিক্ষার্থীদের উন্নয়নের জন্য মায়েদের সাথে কাজ করছে। আর শিক্ষার্থীদের উন্নয়নের অন্যতম কাজটিই করছে মায়েরা এজন্য তিনি সমবেত মায়েদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। টিআইবি কাজ শুরুর পর থেকে বিদ্যালয়ের অনেক উন্নতি সাধিত হয়েছে। পশ্চিম চর মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র হাওলাদার বলেন, বিদ্যালয়ে বেঞ্চ, বিশুদ্ধ পানীয় জল, টয়লেট, শিক্ষকসহ প্রয়োজনীয় বিভিন্ন সমস্যা টিআইবি তথা সনাক কাজ করার কারণে অনেকাংশে সমাধান হয়েছে। মা এবং অভিবাবকরা অনেক সচেতন হয়েছে। বিদ্যালয়ে পাশের হার শতভাগ। এ+ পাওয়া ও বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা পূর্বের বছরগুলোর তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয় সি থেকে এ গ্রেডে উন্নীত হয়েছে। ছেলে-মেয়েদের আগামীতে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আরো বেশী মায়েদের সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানান।
সনাক সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী বলেন, সচেতন মা, শিক্ষিত জাতি। কেবল একজন সচেতন মা’ই পারে তার সন্তানকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে। দুর্নীতিবিরোধী সচেতনতা কার্যক্রম সম্প্রসারণ করার জন্য শিশু-কিশোর থেকেই ছেলে-মেয়েদের আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। আর এ কাজটি অত্যন্ত সুচারূ-রূপে সম্পন্ন করতে পারে মায়েরা। পশ্চিম চর মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা ও অভিভাবকরা অনেক সচেতন হয়েছেন যা তাদের সন্তানদের সুপ্রতিষ্ঠীত হতে সহায়তা করবে এবং দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে এসএমসি সদস্য নুরুল ইসলাম পাটোয়ারী বলেন, সনাক এবং টিআইবি’কে ধন্যবাদ এই মা সমাবেশ আয়োজন করার জন্য। আমাদের বিদ্যালয়টির অনেক সমস্যা ছিল। কিন্তু সনাকের কাজের ফলে ক্রমান্বয়ে এ সকল সমস্যার সমাধান হয়েছে এবং বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পেয়েছে। অভিভাবকগণও এখন অনেক সচেতন। তিনি সকল উপস্থিত মায়েদের সমাবেশে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাবেশে শিক্ষা মটিভেশনাল কার্যক্রমে বিজয়ী, এ+ ও বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। মা সমাবেশে আরো উপস্থিত ছিলেন এসএমসি সদস্য ভূপেন নারায়ণ দাস, এসএমসি’র অন্যান্য সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, টিআইবি’র কর্মীবৃন্দ, ইয়েস সদস্যবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।
0Share