জামাল উদ্দিন রাফি : পানিকে যেভাবে আর্সেনিক মূক্ত করা হয় তেমনি রাজনীতিকে ও আর্সেনিক মূক্ত করা দরকার। গাছ ও রাস্তাকেটে, সহিংসতার মাধ্যেমে সরকার পরিবর্তন করা যায় না। যেসব গাছ কেটে পেলা হয় সেসব কাছ কি আওয়ামীলীগ করে ? এ প্রশ্নের জবাব দিবে কারা। সরকার পরিবর্তন করতে চাইলে জনগণের ভোটের প্রয়োজন। ক্ষমতা নিয়ে অহংকার করা উচিত নয়, ক্ষমতার ব্যপারটা সম্পুন্ন আল্লা্র হাতে। বর্তমান সংসদে বিএনপির মতো একটি বড় দলের প্রতিনিধিত্ত না থাকায় সরকার বির্ভরত বোধ করছে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। তিনি বলেছেন দশম জাতীয় সংসদে বিএনপি অংশ না নিয়ে ভুল করেছে বলে মন্তব করেছেন তিনি। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার নবনির্মিত ১৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় পানি মাঝারি শহর অবকাঠামো উন্নয়ন প্রক্লপের পানি শোধনাকার ও উচ্চ জলদার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে পৌরসভার মেয়র এম,এ তাহের। প্রধান অতিখি ছিলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, বিশেষ অতিথি ছিলেন শাহাজান কামাল এমপি, এম এ নোমান এমপি, আবদুল্লা আল মামুন এমপি, এম এ আওয়াল এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি এম আলাউদ্দিন প্রমুখ।
এরপর লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
0Share