সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রিপন (২২) লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মান্দারি ইউনিয়নের বাইনতলা গ্রামের হেলালউদ্দিনের ছেলে। বৃহস্পতিবার মধ্যরাতের দিকে পাশের দত্তপাড়া ইউনিয়নের করইতলায় একটি ধানক্ষেতে নিয়ে তাকে গুলি করা হয়। পারিবার ও স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহজাহানের লোকজন রিপনকে বাইনতলা গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে করইতলা গ্রামের লোকজন গুলির শব্দ ও চিৎকার শুনে ধানক্ষেত থেকে গুলিবিদ্ধ রিপনকে উদ্ধার করে। তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে রাত ২টার দিকে মৃত্যু হলে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বলেন, “রিপনকে গুলি করে হত্যা করা হয়েছে।” এঘটনায় রিপনের সঙ্গে চলাফেরা করতো রাশেদ ও নিজামকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। নিহতের মা আমেনা বেগম বলেন, রাতে খাওয়ার সময় মোবাইল ফোনে কল পেয়ে বের হয়ে যায় রিপন। কিছুক্ষণ পর তার বাবার মোবাইল ফোনে কল করে সে গুলিবিদ্ধ হওয়ার কথা জানায়। রিপনের হত্যাকাণ্ডের বিষয়ে পরিবারের অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা শাহজাহান বলেন, “গতকাল সন্ধ্যা থেকে আমি এখনো লক্ষ্মীপুর সদরে আছি। এবিষয়ে আমি কিছুই জানি না।” বিরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তাকে আমি চিনি না, বিরোধ হবে কি কারণে?” তবে মান্দারি ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন জানান, রিপন ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তার সঙ্গে শাহজাহানের বিরোধ ছিল।
লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. শাহাজাহান জানান, শুক্রবার সকাল ১০টায় বাইনতলা গ্রাম থেকে রিপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

মাদক যেন সমাজকে ব্যাধিতে পরিণত করতে না পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকার, লক্ষ্মীপুরে জব্দ দেড় লাখ মিটার জাল

লক্ষ্মীপুরে শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর আত্মার মাগফিরাত কামনায় দোয়া

লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে শারীরিক প্রতিবন্ধী পরিবহন শ্রমিকের বসতঘর পুড়ে ছাই 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com