লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস র্যালি ও আলোচনা সভার মাধ্যমে শনিবার পালন করা হয়। সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে বর্নাঢ্য র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলা রিপোর্টাস ইউনিটির আয়োজনে ও ইয়ুথ জার্নালিস্টস ফোরাম এর সহযোগীতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সভাপতি ও জেলা পরিবার পরিকল্পনা উপ- পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন। দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।
জেলা রিপোর্টাস ইউনিটির কার্যকরী সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিসক ডাঃ,মো: সালাহ উদ্দিন শরীফ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুনিল চন্দ্র ঘোষ, সাবেক পৌর কমিশনার জাকির হোসেন আরজু।
বক্তব্য রাখেন, রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন নিজামী, রফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক আক্তার আলম, নগর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক, বেসরকারী এনজিও ভয়েস এর নির্বাহী পরিচালক শামছুল আলম লিটু, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারুক আহমেদ, পারভিন হালিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালকা করেন, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম কেন্দ্রিয় কমিটির সদস্য ও জেলা রিপোর্টাস ইউনিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম খাঁন ।
আলোচনা শুরুতে লক্ষ্মীপুরসহ সারাদেশে নিহত সাংবাদিকরে স্মরণে এক মিনিট নীরাবতা পালন করা হয়।
বক্তারা বলেন, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬ তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক জাতিসংঘ ১৯৯৯৩ সাল থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করে। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপি গণমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ প্রতিহত করার শপথ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্থ ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ এবং তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ ও দিবটি পালন করা হচ্ছে। কিন্তু সাংবাদিকেরা আজও মুক্ত হতে পারেনি। নানান হামলা মামলা ও নির্যাতন সহয্য করে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।
0Share