নিজস্ব সংবাদদাতা:লক্ষ্মীপুর থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার ১৭ সম্পাদক ও প্রকাশককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের জে এম শাখা থেকে স্মারক নং ৪২৫ এর মাধ্যমে এ নোটিশ জারি করা হয়। জানা গেছে, লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে চলতি বছর পর্যন্ত মোট ১৭টি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার ডিক্লারেশন দেওয়া হয়েছে। কিন্তু ছাপাখানা ও প্রকাশনা আইন লঙ্গন করে ১৯৭৩ এর ৯ এর (ক) ও (খ) আইন লঙ্ঘন করায় পত্রিকাটি বাতিল যোগ্য। এমতাবস্থায় পত্রিকার ঘোষণা পত্র কেন বাতিল করা হবে না তা সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের (জেএম শাখা) সহকারী কমিশনার আনোয়ারুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৭ পত্রিকা মালিককে নিয়মিতভাবে পত্রিকা প্রকাশ না করায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে প্রকাশনা আইন অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিপূর্বে জেলায় পত্রিকার সংখ্যা ছিল ১২টি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনটি পত্রিকার ডিক্লারেশন দেন সাবেক ডিসি আবুল বাশার মোঃ জহিরুল ইসলাম। জেলা প্রশাসক একে এম মিজানুর রহমান দু’পত্রিকার ডিক্লারেশন প্রদান করেন। এতে মোট লক্ষ্মীপুরে পত্রিকার সংখ্যা দাঁড়ায় ১৭টি। কিন্তু অভিযোগ উঠেছে, পত্রিকাগুলো নিয়মিতভাবে প্রকাশ করা হচ্ছে না।
0Share