লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যকার বেতন বৈষম্য দরীকৃরণ, বিভাগীয় পদোন্নতি ব্যবস্থা চালু, বিদ্যালয়ের সকল শিক্ষককে সহকারী শিক্ষক পদে পদায়ন, শিক্ষকদের রেশনিং, চিকিসা কার্ড প্রদান, সকল জেলা শহর ও মহানগরীতে চাকুরীরত প্রাথমিক শিক্ষকদের পর্যাপ্ত আবাসন ব্যবস্থা চালুসহ ১১ দফার মেনে দেওয়ার দাবীতে আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নুরুল করিমের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক নুর নবী, সদস্য সচিব মোঃ ফিরোজ আলম, সদর উপজেলা শাখার পক্ষে আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, আবু বক্কর ছিদ্দিক, মোঃ কফিল উদ্দিন, প্রদীপ কান্তি মজুমদার, রায়পুর উপজেলা শাখার আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আনোয়ার হোসেন, কমলনগর উপজেলা শাখার খলিলুর রহমান, পিটিআইর এর পক্ষ থেকে মো: রুবেল, নাজিম, ফজলে এলাহী, মো: জামাল প্রমুখ।
এসময় বক্তারা সকল শিক্ষকদের আগামী ১৩ মে সকালে ঢাকায় মহানগর নাট্যমঞ্চে উপস্থিত থাকার আহবান জানানো হয়।
এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক- শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
0Share