জামাল উদ্দিন রাফি:লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। অবশ্য কখনো কখনো মাঝারি আকারের বৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকে এ বৃষ্টি শুরু হয়। চলছে এখনো। লক্ষ্মীপুরের আকাশ সাদা মেঘের ভেলায় ডাকা পড়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সূর্যের আলো ছুঁতে পারেনি লক্ষ্মীপুরের মাটিকে।
হঠাৎ এমন গুঁড়ি গুঁড়ি ও মাঝারি আকারের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন শহরের খেটে খাওয়া মানুষগুলো। সকালে অফিসগামী লোকজনও বেশ দুর্ভোগে পড়েন। এদিকে এসএইচসি পরীক্ষা থাকায় লক্ষ্মীপুরের সড়ক গুলোতে বাড়তি দুর্ভোগ হয়ে দেখা দিয়েছে জ্যাম।
আবহাওয়া অধিদফতর থেকে জানাগেছে, ঋতুর পালাবদলের এ সময়ে পশ্চিমা লঘুচাপই এই বৃষ্টির কারণ। আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে আজ পুরোদিন এমন বৃষ্টি ঝরবে। তাই তাপমাত্রা কিছুটা কম থাকবে। একটু শীত শীতভাব থাকতে পারে।
0Share