নিজস্ব সংবাদদাতা : দু’টি সন্তানের বেশী নয়, একটি হলে ভালো হয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে জেলা পর্যায়ে ছোট পরিবার ধারনার উন্মেষ, পুষ্টি, এনসি, নিরাপদ মাতৃত্ব, পিএনসি ও নবজাতকের যতœ বিষয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীদের নিয়ে অবহিত করণ কর্মশালা শনিবার দিনব্যাপী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও জেলা বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এসএম নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবদুল্লাহ ও প্রকল্প কর্মকর্তা শেখ জাহিদুজ্জামান প্রমুখ।
0Share