সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে একে-২২ রাইফেলসহ ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

লক্ষ্মীপুরে একে-২২ রাইফেলসহ ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

লক্ষ্মীপুরে একে-২২ রাইফেলসহ  ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

Osro Picনিজস্ব সংবাদদাতা
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন মুন্না ওরফে ছোট মুন্না একটি একে-২২ রাইফেল ও ১৯৮ রাউন্ড গুলিসহ থানায় আত্মসমর্পণ করেছেন। তিনি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। মঙ্গলবার দুপুর দেড়টায় লক্ষ্মীপুর সদর থানায় তিনি আত্মসমর্পণ করেন। তার রয়েছে বিশাল এক বাহিনী। আর এ বাহিনীর নেতৃত্বে দিতেন সে নিজেই।
পুলিশ জানায়, বাহিনী প্রধান নিজাম উদ্দিন মুন্না পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী এবং দুইটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী।
সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও দুইটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামী নিজাম উদ্দিন মুন্না আজ দুপুরে সদর থানায় আতœসমর্পন করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একে পয়েন্ট টুটু ৪৭ গান, ১৯৮ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাকে গ্রেফতারের জন্য পুলিশ কয়েকবার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
গ্রেফতার অবস্থায় পুলিশ সুপার কার্যালয় নিজাম উদ্দিন মুন্না সাংবাদিকদের বলেন, সন্ত্রাসী জীবন একটি খারাপ জীবন, তাই নিজের ভূল বুঝতে পেরে পুলিশের কাছে ধরা দিয়েছে। সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। এবং গত কয়েকদিন আগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করছে বলে জানিয়েছে সে।
এ মুন্না পুলিশের কাছে আত্মসমর্পণ করার খবর শুনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক একেএম টিপু সুলতান সদর থানায় ছুটে এসেছেন। এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক একে এম টিপু সুলতান বলেন, সম্প্রতি নতুন লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার (এসপি) এসে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন। এতে আতঙ্কিত হয়ে সে আত্মসমর্পণ করে থাকতে পারে। এ ধরনের একটি অত্যাধুনিক অস্ত্র লক্ষ্মীপুরে আছে এটি ভাবতে আমার অবাক লাগে। যে পর্যন্ত লক্ষ্মীপুরে সন্ত্রাস নিমূল না হবে সে পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাসী যে হোক, অস্ত্র বাজ যে হোক, কাউকে ছাড় দেয়া হবেনা। সবাইকে আইনের আওয়তায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে বিধবা নারী লাঞ্চিত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

চন্দ্রগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে কমলনগরে মানববন্ধন

লক্ষ্মীপুরে গর্বিত মা সম্মাননা পেলেন হাফেজ আহম্মেদ ফাহাদের ‘মা’

রায়পুরে কলেজছাত্রকে অপহৃরনের ঘটনায় দু’জন আটক

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com