লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে মো. রাজু নামে এক ব্যবসায়ীকে গুলি করেছেন সন্ত্রাসীরা। এ সময় তারা তার বাবা জসিম উদ্দিনকেও পিটিয়ে আহত করেছেন।
শনিবার গভীররাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের বাসা থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়।
রোববার সকালে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে ও আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
নির্ভরযোগ্য একটি গোয়েন্দা সংস্থা অপহরণের পর মুক্তিপণ না পেয়ে গুলি ও পিটিয়ে আহত করার বিষয়টি নিশ্চিত করেছে।
আহতদের স্বজন ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গভীররাতে সন্ত্রাসী নাছির তার বাহিনী নিয়ে চন্দ্রগঞ্জ বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী রাজু ও তার বাবাকে অপহরণ করেন। এসময় তারা তাদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না পেয়ে নাছির বাহিনীর সদস্যরা রাজুর পায়ে গুলি করে ও তার বাবাকে পিটিয়ে আহত করে ওই এলাকায় ফেলে রেখে যান। সকালে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন অপহরণ হওয়ার ঘটনা নিশ্চিত করলেও গুলির বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
0Share