নিজস্ব প্রতিনিধি: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুরের উদ্যোগে পৌরসভার বিভিন্ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং পৌরসভার সেবার মানোন্নয়নে জন অংশগ্রহণ বৃদ্ধি কল্পে পৌরসভার সাথে বিবিধ কার্যক্রমের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ২৮মে বুধবার সকাল ১১ টায় লক্ষ্মীপুর পৌরসভার কনভারেন্স কক্ষে, লক্ষ্মীপুর পৌরসভার ১ থেকে ৬ নং ওয়ার্ড এর নাগরিকদের জন্য আয়োজন করা হয় “জনগণের মুখোমুখি পৌরসভার কাউন্সিলরবৃন্দ” র্শীর্ষক অনুষ্ঠান। সনাক সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ উন্মুক্ত প্রশ্ন-উত্তর পর্বে জনগণের প্রশ্নের (উন্মুক্ত ও লিখিত) সরাসরি জবাব দেন সম্মানিত মেয়র এবং যথাক্রমে ১ এবং ৬ নং ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ । পৌর মেয়র জনগণকে আশ্বাস প্রদান করে বলেন, দ্রুততার সাথে সুপেয় পানি, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ, রাস্তাঘাট উন্নয়ন, বিদ্যালয়, মসজিদ, মন্দির নির্মান, উন্নয়ন এবং সংস্কার করার পাশাপাশি লক্ষ্মীপুর পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা তৈরীর কাজ চলছে । এছাড়াও আধুনিক ড্রেনেজ সিস্টেম প্রতিষ্ঠা, অল্প সময়ের মধ্যে শহরের ময়লা পরিস্কার সহ অন্যান্য পৌর সেবার দিকেও দ্রুততা সাথে কাজ চলছে । মেয়র লক্ষ্মীপুর পৌরসভাকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক, মাদকমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পাশাপশি জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সনাক ও টিআইবিকে ধন্যবাদ জানান। এ ধরনের জবাবদিহিমূলক অনুষ্ঠানে আরও অধিক সংখ্যক নাগরিক অংশগ্রহণের মাধ্যমে পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দকে সত্যিকার অর্থেই জবাবদিহি করতে নাগরিকদের আরও সোচ্চার ও সক্রিয় হওয়ার অনুরোধ করেন। তিনি, আশা প্রকাশ করে বলেন, লক্ষ্মীপুর পৌরসভার ইতিহাসে জনগণের কাছে ইতোপূর্বে এ ধরনের জবাবদিহিতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়নি সনাক তথা টিআইবি’র এ ধরনের ইতিবাচক উদ্যোগের ফলে সত্যিকার অর্থেই সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।
গাজী গিয়াস উদ্দিন, সদস্য, সচেতন নাগরিক কমিটি, লক্ষ্মীপুর এর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি প্রফেসর এ.এন.এম আবদুল মান্নান, জনাব নাছিমা আক্তার ঝর্না, মহিলা কাউন্সিলর, ওয়ার্ড ১,২ এবং ৩, জনাব এস,ইউ,এম ফারুক হাওলাদার, কাউন্সিলর,ওয়ার্ড নং ০৫ এবং জনাব শহিদুর রহমান ভেন্ডার, কাউন্সিলর, ওয়ার্ড নং ০৬। এছাড়াও উক্ত অনুষ্ঠানে টি আই বি, সচেতন নাগরিক কমিটির কার্যক্রম তুলে ধরেন মাসুদুর রহমান খান ভুট্টু, সমন্বায়ক, স্বজন, সনাক, লক্ষ্মীপুর এবং লক্ষ্মীপুর পৌরসভার ওয়ার্ড নম্বর ১ থেকে ৬ নং ওয়ার্ড এর কার্যক্রম এর অগ্রগতি তুলে ধরেন সুধীর চন্দ্র ঘোষ সদস্য স্বজন, সনাক, লক্ষ্মীপুর । অনুষ্ঠানে সনাক ও ইয়েস সদস্যবৃৃন্দ পৌর নাগরিকদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সহায়ক পরিবেশ সৃষ্টির পাশাপাশি ভবিষ্যতে পৌরসভার কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি তথা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন প্রতিষ্ঠায় জনগণকে আরো সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানান।
0Share