নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবাণীগঞ্জ, মিয়ারবেড়ী নামক স্থানে ভবনাীগঞ্জ বনিক সমিতি সভাপতি বিপ্লব ভাইসস চেয়ারম্যান আবু তালেব মন্ডলের নেতৃত্বে স্থানীয় বিক্ষুব্দ জনতা ১৬ ঘন্টা বিদুতের দাবিতে সড়ক অবরোধ করেছে।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে তারা রামগতি-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে রাখে। এসময় চরম দুর্ভোগে পড়েছে ঢাকা-চট্টগ্রামগামী হাজার হাজার যাত্রী।
স্থানীয় বিক্ষুব্দরা জানান, প্রায় সময় গরমে অব্যাহত লোডশেডিংয়ের ফলে ওই এলাকার হাজার হাজার মানুষের জীবনযাত্রা ব্যহত হচ্ছে। এ ছাড়া বিদ্যুত না থাকায় প্রতিদিন রাতে বিশ্বকাপ ফুটবল দেখা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে ১৮ থেকে ২০ঘণ্টা বিদ্যুত থাকে না। ফলে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবাহের দাবি শত শত গ্রামবাসী সকাল থেকে সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করে ও অবরোধ ও কর্মসূচি পালন করে।
পরে ঘটনাস্থলে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ (সার্কেল) সৈকত শাহিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন, পল্লী বিদ্যুত জেনারেল ম্যানেজার উপস্থিত হয়ে ১২ ঘন্টা পর্যাক্রমে ১৬ ঘন্টা বিদ্যুতের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তোলে নেয়।
0Share