ঢাকা : রোববার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। জেলা আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলার চার আসনের প্রাথী নির্ধারণ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ হাসিনার সঙ্গে এ মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের ১৮জন নেতা উপস্থিত ছিলেন। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাধারণ সম্পাদক আবুল কাসেম চৌধুরী, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহাজান কন্ট্রাক্টর, সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, রায়পুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি তোজাম্মেল হোসেন চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন চৌধুরী, রামগতি উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ গোলাম মাওলা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল ওয়াহেদ, কমলগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক একে এম নুরুল আমিন রাজু, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগ সভাপতি ঈসমাইল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, রায়পুর পৌর আওয়ামী লীগ আহ্বায়ক জামসেদ কবির বাকি বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক আইনুল কবির মনির, রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
0Share