লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর থেকে রিজবী আহম্মদ খলিল (২৬) নামে এক যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণের এক ঘণ্টা পর অপহরণকারীরা মোবাইল ফোনে ৫ লাখ টাকার মুক্তিপণ দাবি করে বলে জানান স্বজনরা।
অপহৃত রিজবী বশিকপুর গ্রামের ব্যবসায়ী শহীদ উল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দু’টি সিএনজি চালিত অটোরিকশায় ৬-৭জন অস্ত্রধারী দুর্বৃত্ত রিজবীকে তুলে নিয়ে যায়।
রিজবীর মামি হাওয়া বেগম বলেন, দুপুর দেড়টার দিকে অপহরণকারীরা মোবাইল ফোনে মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করেছে। ওই টাকা পার্শ্ববর্তী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর গ্রামের সোমপাড়া থার দিঘির পাড়ে দিয়ে আসার কথা বলা হয়েছে।
না হলে রিজবীকে হত্যা করার হুমকি দেন বলে জানান তিনি। পরে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়। এ ঘটনায় চাটখিল উপজেলার সোমপাড়া এলাকার সন্ত্রাসী খোরশেদ বাহিনীকে দায়ী করেছে রিজবীর স্বজনরা।
স্থানীয় দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান অপহরণ এবং মুক্তিপণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহৃত যুবককে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা অব্যাহত রয়েছে।
0Share