লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ফের যৌতুক না পেয়ে রত্না বেগম (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর আলম (৩০) পলাতক রয়েছেন। শুক্রবার দুপুর পৌনে ১ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারনা পারিবারিক কলহের জের ধরে রাতের কোন এক সময় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী পালিয়ে যায়।
রত্মার খালা রেখা বেগম জানান, বিয়ের সময় জাহাঙ্গীরকে ৬০হাজার টাকা যৌতুক দেয়া হয়। বিয়ের কয়েক দিন পর থেকে জাহাঙ্গীর আবারও যৌতুক দাবি করে। যৌতুক না দেয়ায় রতœাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বামী।
লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে গৃহবধূর শরীরে কোনো আঘাতের চিহ্নি পাওয়া যায়নি। তবে তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিলো। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0Share