নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবারও রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর, নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, দক্ষিণপাড়া, রায়পুর উপজেলার কলাকোপা, সদর উপজেলার পূর্বপাঁচপাড়া ও মহাদেবপুর গ্রামসহ ৮ টি গ্রামে শতাধিক পরিবারের সহস্রাধিক মুসল্লী রোজা পালন শুরু করবেন রোববার থেকে। অন্যদিকে একই দিন চাঁদপুরের ৫০টির মতো গ্রামে রোজা পালন শুরু হচ্ছে রোববার।
স্থানীয় সূত্র জানায়, হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাকের (রহ.) অনুসারীরা প্রতিবছর পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে লক্ষ্মীপুর এবং চাদঁপুর জেলার কয়েকটি স্থানে রোজা, ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করেন।
১৯৩২ সালে মাওলানা ইসহাক (রা.) এই মতের প্রচলন করেন। মাওলানা ইসহাকের নাতি মোহাম্মদ আরিফ চৌধুরী বলেন, “সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি। সে অনুযায়ী রোববার থেকে আমরা রোজা রাখা শুরু করব।”
ইতোমধ্যে তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান।
চাদঁপুরের গ্রামগুলো হলো হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ ও প্রতাপপুর।
ফরিদগঞ্জ উপজেলার বাসারা, উভারামপুর, উট্তলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতপাড়া, নূরপুর, সাঁচনমেঘ, ষোল্লা. হাঁসা ও গোবিন্দপুর।
মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়ার আরো কয়েকটি গ্রাম।
0Share