নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলায় টেস্ট রিলিফ (টি.আর) এমপি কোটা বরাদ্দকৃত ১৪০ মেট্রিকটন গমের নির্ধারিত মূল্য না পেয়ে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান সমূহ বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গমের ডিলাররা টন প্রতি গম ২০ হাজার টাকার বাজার মূল্যের স্থলে বরাদ্দ প্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান সমূহকে মাত্র টন প্রতি ১৩ হাজার টাকা করে গচিয়ে দিচ্ছেন। বাকী ৭ হাজার টাকা ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ মিলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুনলীগ নেতা জানান এমপি’র কোটায় গমে ইতোপূর্বে টন প্রতি ৩৫% কেটে রেখে দেওয়া হয়। সদর উপজেলা পিআইও জানান, টন প্রতি গম ১৬/১৭ হাজার টাকা দরে ডিলাররা কিনছেন বলে তিনি শুনেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক, একজন ইউপি চেয়ারম্যান জানান, তার ইউনিয়নে একটি ফোরকানিয়া মাদ্রাসায় ১ টন গমে ১৩ হাজার টাকা দেওয়া হয়েছে। অন্য একটি ফোরকানিয়া মাদ্রাসায় ৮ হাজার টাকা ভূয়া বরাদ্দ দেওয়া হয়েছে। একটি সূত্র জানায়, মহিলা আওয়ামীলীগের কর্মীদেরকে টন প্রতি মাত্র ৮ হাজার টাকা দিচ্ছে ডিলাররা।
উলেখ্য, ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা ও রাস্তা ঘাটের জন্যে সম্প্রতি এম.পি কোটায় সদর উপজেলায় ১৪০ মে.টন গম বরাদ্দ দেওয়া হয় এবং লক্ষ্মীপুর ২ আসনের এম.পি কোটায় একাংশে সদর উপজেলায় ৮৮ মে. টন গম বরাদ্দ দেওয়া হয়। তারমধ্যে ভূয়া প্রকল্পের অভিযোগ উঠেছে। অথচ, ডিলাররা অতি মুনাফা লোভে সরকার দলীয় স্বার্থান্বেষী মহলের সাথে ভাগ বাটোয়ারা করে বরাদ্দপ্রাপ্তদের ক্ষতিগ্রস্থ ও বঞ্চিত করছে।
0Share