লক্ষ্মীপুর: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে প্রতিপক্ষের দোকানে ভাংচুর ও বাড়িঘরে হামলা চালানো হয়েছে। এতে এক বৃদ্ধা আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে।
বুধবার দুপুরে লক্ষ্মীপুরের সদর উপজেলার চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, দুলাল হোসেন, নিশাদ, রাফি, আবির, রকি, কবির, রবি ও সুমনসহ ৮ জন। একটি মুদি দোকান ভাংচুর ও বাড়ী ঘরে লুটপাট চালানোর চেষ্টাকালে এসব ভাড়াটিয়া সন্ত্রাসীদের স্থানীয় লোকজন আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সদর উপজেলার চররুহিতা গ্রামের ছিদ্দিক উল্লাহ ও তার আত্মীয় লক্ষ্মীপুর পৌর শহরের বাসিন্দা দুলাল হোসেনের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। বুধবার দুপুরে দুলাল লক্ষ্মীপুর থেকে ৮-১০ জন যুবককে ভাড়া করে ঘটনাস্থলে নিয়ে গিয়ে তার দাবিকৃত জমি উদ্ধারের চেষ্টা চালায়। এসময় দুলালের প্রতিপক্ষের মালিকানাধীন দোকান ভাংচুর, কয়েকটি ঘরে হামলা ও লুটপাট চালানোর চেষ্টা করে তারা। বহিরাগতদে হামলা ও লুটপাটের খবর পেয়ে এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।’
0Share