লক্ষ্মীপুর: জেলার চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের নবীকুর রহমান মুকুল (৩৮) ২৪ ঘণ্টার মধ্যে তার স্ত্রী সুরমা আক্তারকে ফিরিয়ে দিতে আল্টিমেটাম
দিয়েছে প্রশাসন ও জড়িতদের। তা না হলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ব্যবস্থা নিবেন বলে জানান বৌপাগল মুকুল। বৌপাগল স্বামীর আল্টিমেটাম বুধবার সকালে স্ত্রী ফিরিয়ে দেয়ার দাবিতে প্রকাশ্যে সমাবেশ করেছেন তিনি।
স্থানীয় দিঘলী ইসলামিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে শত শত লোকের সামনে এ সমাবেশের আয়োজন করে মুকুল। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অভিযোগ বিবরণী ও স্থানীয় এলাকাবাসী জানান, গত ২৪ আগস্ট বৃহস্পতিবার দিঘলী গ্রামের মৃত মমিন উল্যার ছেলে নবীকুর রহমান মুকুলের স্ত্রী সুরমা আক্তারকে কৌশলে বাড়ি থেকে বের করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে স্বামী মুকুল স্ত্রীকে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে খুঁজে না পাওয়ায় ৩১ আগস্ট নব গঠিত চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগে মুকুল তার স্ত্রীকে একই এলাকার অলিউল্যা চৌধুরীর ছেলে মো. আলাউদ্দিন নিয়ে গেছে বলে দাবি করেন। এদিকে প্রতিবাদ সমাবেশে মুকুল তার স্ত্রীকে ফিরিয়ে দিতে অভিযুক্ত আলাউদ্দিনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
এ ব্যাপারে স্বামী নবীকুর রহমান মুকুল সাংবাদিকদের জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে তার স্ত্রী ফিরিয়ে না দিলে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ব্যবস্থা নিবেন। স্ত্রীকে নিয়ে যাওয়ার ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন জড়িত বলে সন্দেহ করেন তিনি।
অভিযোগের ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন নিজের সম্পক্ততার থাকার অস্বীকার করে বলেন, ‘মুকুলের স্ত্রী ফিরে পাওয়া ব্যাপারে আমি সহযোগিতা করে যাচ্ছি।’
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ নুর মোহাম্মদ জানান, মুকুলের স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি দেশের বিভিন্ন থানায় জরুরি বার্তা পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
0Share