সানা উল্লাহ সানু: অকালপ্রয়াত কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহসম্পাদক ও তরুণ কবি আপন মাহমুদ মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল ১২ সেপ্টেম্বর । মাত্র ৩৬ বছর বয়সে ২০১২ সালের এই দিনে হূদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ১২ সেপ্টেম্বর বিকাল ৫ টায় শাহবাগ আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলার অডিটরিয়ামে এক স্মরণসভার আয়োজন করেছে আপন মাহমুদ স্মৃতি পরিষদ। আপন মাহমুদের জন্ম ১৯৭৬ সালের ১লা জানুয়ারি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দক্ষিণ করইতলা গ্রামে। বাবা-মায়ের ১০ সন্তানের মধ্যে আপন ছিলেন পঞ্চম। ২০১১ সালে ডেইলি সানের সাব এডিটর ফাহমিদা আহমেদ বীথির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সাহিত্যজগতে খুব কম সময়েই আপন মাহমুদ তার প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হন। ছোটকাগজ, দৈনিক, সাপ্তাহিক ও সাময়িকীতে তার বহু কবিতা প্রকাশ হয়েছে। তার প্রকাশিত একমাত্র কাব্যগ্রন্থ ‘সকালের দাড়ি কমা’। এ ছাড়া ব্লগ, ফেসবুকসহ বিভিন্ন পর্যায়ে লেখালেখি ও সামাজিক নেটওয়ার্কের সঙ্গে তিনি সক্রিয় ছিলেন। অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের সাব-এডিটর হিসেবে সাংবাদিকতার জীবন শুরু করেন। পরে দৈনিক যায়যায়দিন ও মৃত্যুর আগে দৈনিক কালের কণ্ঠে সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন। সাব-এডিটরদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যও ছিলেন তিনি।
0Share